Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

নারী ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০১:১২ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ( ১১ অক্টোবর ) বিকেল ৫টায় গণভবনে দক্ষিণ এশিয়া জয়ী মেয়েদের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী।

রবিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে লাল-সবুজরা। তাছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা।

চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছিলেন। এবার তিনি মেয়েদের কাছে ডেকে তাদের সংবর্ধনা জানিয়ে উৎসাহিত করবেন। এর আগে গত বছর ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে চ্যাম্পিয়ন মেয়েদেরও সংবর্ধনা ও পুরস্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তানকে এবং ২-১ গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল মৌসুমি, স্বপ্না, সানজিদারা।

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতে গত সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। বিমানবন্দরে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

Bootstrap Image Preview