Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আরো তিনটি বেসরকারি কলেজ সরকারি হলো

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১১:০৪ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:০৪ AM

bdmorning Image Preview


অবশেষে আরও তিনটি বেসরকারি কলেজকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৯ অক্টোবর এই প্রজ্ঞাপন জারি করেছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে।

সরকারি হওয়া কলেজগুলোর তালিকায় রয়েছে- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ রাসেল ডিগ্রি কলেজ, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহীদ এম মনসুর আলী ডিগ্রি এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ।

উল্লেখ্য, ৯ অক্টোবর (মঙ্গলবার) সরকারি আদেশ (জিও) জারি হলেও ৭ অক্টোবর(রবিবার) থেকে তা কার্যকর হবে।

Bootstrap Image Preview