Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অনুমতি না নিয়ে আ.লীগের সম্মেলনে রাবির বাস ব্যবহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

প্রশাসনের অনুমতি না নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত আওয়ামী লীগ বিভাগীয় সমাবেশে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫টি বাস ব্যবহার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ অক্টোবর) মহানগরীর গণকপাড়ার ১৪ দল আয়োজিত সমাবেশে যোগ দিতে বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের এ বাস ব্যবহার করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে জড়ো হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে নেতাকর্মীরা ৫টি বাস নিয়ে সম্মেলনের উদ্দেশ্যে ক্যাম্পাস ছেড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন দফতরের প্রশাসক এফএম আলী হায়দার বলেন, বিকেল সাড়ে তিনটায় আমাদের কোন শিডিউল নেই।বিশ্ববিদ্যালয়ে গাড়ি ব্যবহার করে ছাত্রলীগের সমাবেশে যোগদান সম্পর্কে অবগত নয় বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল অনুযায়ী ১৪ দল আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়েছিলাম। তাই পরিবহন দফতরের প্রশাসক বা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।’

পরিবহন দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বিকেল সাড়ে তিনটায় বাস ছেড়ে যাওয়ার কোনো শিডিউল নেই। শিডিউল অনুযায়ী বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টা ৫ মিনিট, সকাল ৯টা, দুপুর ১টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ১০ মিনিটে ছাত্র-ছাত্রীদের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ে।

Bootstrap Image Preview