Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ ডিসেম্বরের মধ্যেই ৪ কোটি শিক্ষার্থী পাবে ৩৫ কোটি বই: শিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:৪৩ PM

bdmorning Image Preview


১৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষাথীদের হাতে বই পৌঁছে দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার ৩৫ কোটি বই ছাপা হচ্ছে যা ৪ কোটিরও বেশি শিক্ষাথীরা পাবে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে ডেমরায় ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, এ পযন্ত সারা দেশের স্কুল ও মাদরাসাগুলোতে ১১ কোটি বই পৌঁছে গেছে। বাকি বই ১৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষাথীদের হাতে তুলে দেওয়া হবে, যাতে পহেলা জানুয়ারির মধ্যে নতুন বই নিয়ে ক্লাস শুরু করতে পারে।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা কাগজ ও কালি আগের চেয়ে অনেক উন্নতমানের ব্যাবহার করেছি এবার। এ ছাড়া তথ্যগত বানান ভুল থাকতে পারে তা শুধরে নেয়া হবে। এটা শতভাগ নিয়ন্ত্রণ হবে তখনই যখন শিক্ষকরা এসব ভুল আমাদের ধরিয়ে দেবেন।

সর্বমোট ৩৫ কোটি ২১ লক্ষ ৫৭ হাজার ৯৪৩টি বই ছাপা হচ্ছে এবার। ডেমরা এলাকার ৫৬টি ছাপাখানাসহ দেশের মোট ৪৩২টি ছাপাখানা থেকে এসব বই ছাপা হচ্ছে। বাকি ১ কোটি ৫ লক্ষ বই ভারত থেকে ছাপা হচ্ছে বলে এনসিটিবির একটি সূত্র বিডিমনিং'কে জানায়।

এনসিটিবির উপ-সচিব সৈয়দ মোস্তাফিজুর রহমান বিডিমনিং'কে বলেন, আমরা ছাপা এবং কালারের বিষয়ে শতভাগ তদারকি করে তা দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। যদি বিতরণকালেও কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তা সব জেলা থেকে ফেরত নিয়ে থাকি।

Bootstrap Image Preview