Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সরকারি চাকুরিতে ৫% কোটা পুনঃবহাল রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় এর ৩নং গেইট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে জয় বাংলা ভাস্কর্য এর পাদদেশে এসে শেষ হয়।

এসময় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রায় ২ঘন্টা সময় নিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা।

সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা সরকারের কাছে অবিলম্বে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত ৫% কোটা পুনঃবহাল করার দাবি জানান।

কেননা আদিবাসীরা আজ স্বাভাবিক জীবন থেকে অনেকটা পিছিয়ে আছে। সংবিধান আমাদের কোটার দিয়েছে আর আজ তা আপনারা তুলে নিলেন। আদিবাসীদের জন্য কোটা এটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা ক্লাসে থাকতে চাই, সবার সাথে চলতে চাই। আমরাও এই রাষ্ট্রের নাগরিক। তাই অবিলম্বে আমাদের পাহাড়িদের কোটা ফিরিয়ে দিন ।

বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সংগঠনদের পক্ষে বক্তব্য রাখেন, প্রভাত কুবি, আশা রংখেং, তপন চাকমা, দর্পণ দফো প্রমুখ।

Bootstrap Image Preview