Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল 'রয়্যাল ইকোনোমিক্স ক্লাব'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


নোবিপ্রবি প্রতিনিধিঃ

দক্ষ এবং অভিজ্ঞ অর্থনীতিবিদ তৈরীর লক্ষে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠানিকভেবে যাত্রা শুরু করল রয়্যাল ইকোনোমিক্স ক্লাব।

সোমবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৯ম তলায় অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষে ক্লাবের ম্যানেজারিয়াল বোডি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ক্লাবটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের জেনারেল সেক্রেটারী সাহেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক।

প্রধান অতিথি তার বক্তব্যে অর্থনীতি বিভাগের সুনামবৃদ্ধির লক্ষে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। এ ছাড়াও তিনি ক্লাবের উন্নতির জন্য বিভাগ থেকে সহযোগিতা করার অঙ্গিকার করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিভাগটির সহযোগি অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টামণ্ডলীর প্রধান সোনিয়া আফরিন এলি। এ ছাড়াও বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক বিনতা রানী সেন, শফিকুল ইসলাম ও প্রভাষক আহসানুল হক।

পরে ক্লাবটির মিশনভিশন ও নির্বাহী কমিটির পরিচিতিসহ সংক্ষিপ্ত উপস্থাপনা করেন উক্ত ক্লাবের জিএস মোঃ সাহেদুল ইসলাম আকাশ। এরপর অর্থনীতি বিভাগের শিক্ষিক-শিক্ষিকাসহ উপস্থিত শিক্ষার্থীরা কেক কাটায় অংশ নেয়।

উল্লেখ্য, ১৯ সদস্য বিশিষ্ট উক্ত ক্লাবটি সেপ্টেম্বর মাসের ১০ তারিখে অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের উদ্দ্যেগে প্রতিষ্ঠিত হয়।

Bootstrap Image Preview