Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিচ্ছন্নকর্মীকে ঘর ভাড়া দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গুচ্ছগ্রাম এলাকায় অবলা রানী নামে (৭০) এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ৩ নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে বিমান বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উত্তর রহমতপুর গুচ্ছগ্রাম এলাকার মো. মকবুল হোসেনের দুই মেয়ে শিল্পি আক্তার ও হেলেনা বেগম এবং এবং একই এলাকার মো. আলীর স্ত্রী কমলা বেগম।

এর আগে গত রবিবার রাতে বৃদ্ধা অবলা রানী হত্যার ঘটনায় তার ছেলে তাপস চন্দ্র দাস বাদী হয়ে ৭ জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী শিল্পি বেগম, হেলেনা বেগম, রোজিনা বেগম ও কমলা বেগমের বাড়ির সামনে দিয়ে নিহত অবলা রানীর বাড়ি যাওয়ার পথ। মাস খানেক আগে নিবাস চন্দ্র দাস নামে এক পরিচ্ছন্নকর্মীকে (সুইপার) ঘর ভাড়া দেন অবলা রানী। ময়লা আবর্জনা পরিষ্কার করে ওই পথ দিয়ে যাতায়াত করার সময় নিবাসের শরীর থেকে দুর্গন্ধ আসার অজুহাত তুলে প্রায়ই অবলাকে গালমন্দ করতেন শিল্পি বেগমসহ অন্যরা।

এ নিয়ে শনিবার সকালে নিবাস চন্দ্র দাসের সঙ্গে ওই চার নারীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির মালিক অবলা রানীর সঙ্গেও তাদের বাক বিতণ্ডা হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় লাঠির আঘাতে অবলা রানী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান মুকুল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে ওই ৩ নারী পলাতক ছিলেন। সোমবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকা থেকে তাদের আটক করে বিমান বন্দর থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবলা রানীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

Bootstrap Image Preview