Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ‘সিইই ফেস্টিভ্যাল’ বৃহস্পতিবার

আরাফ আহমদ, শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো সিইই ফেস্টিভ্যাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।এক্সেল টু এক্সিড শিরোনামে উৎসবে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা ৭টি ভিন্ন ইভেন্টে অংশ নিবেন।

আজ সোমবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান কবির।

লিখিত বক্তব্যে ড. মো. ইমরান কবির বলেন, বৃহস্পতিবার সকাল নয়টায় কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী এবং শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। 

তিনি আরো জানান, নিজেকেই ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা 'এক্সিড 2018 শিরোনামে এই উৎসবের ইভেন্টগুলো হচ্ছে ট্রাস চ্যালেঞ্জ, মেকানিক্স অলিম্পিয়াড, অটোক্যাড ড্রয়িং, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ, ব্র্যান্ডিং কম্পিটিশন ও এক্সিড ম্যানিফেস্টেশন। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক সৌরভ রায়, এক্সিড ২০১৮ এর আহ্বায়ক মো. ইয়ামীন হোসাইন, যুগ্ম আহবায়ক মাহমুদ ইবনে সাদেক, এসোসিয়েশন অব সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সহ-সভাপতি আয়েশা ফেরদৌস, সাবেক দপ্তর সম্পাদক কাজী তৌফিকুর রহমান প্রমুখ।

সহকারী অধ্যাপক সৌরভ রায় বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ইভেন্টের বিচারক হিসেবে থাকবেন। এছাড়াও ব্র্যান্ডিং ব্যালাডস প্রতিযোগিতার অতিথি বিচারক হিসেবে থাকবেন, টেন মিনিট স্কুলের উপদেষ্টা মোহাম্মদ সামিদ রাজ্জাক। বিকেলে প্রতিযোগীদের জন্য রয়েছে টেকনিক্যাল সেমিনার, সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। 

Bootstrap Image Preview