Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, এপ্রিল ২০২০ | ২১ চৈত্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

'পরিস্কার ক্যাম্পাস হোক অঙ্গীকার'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৭ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সংগঠনের উদ্যোগে 'পরিষ্কার ক্যাম্পাস হোক অঙ্গীকার' শিরোনামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ থেকে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি জয় বাংলার মোড় এ এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সংগঠনটির পক্ষ থেকে একটি ডাস্টবিন হিসেবে ব্যবহারের জন্য একটি ঝুরি জয় বাংলার মোড়ে রাখা হয়। সেখানে উপাচার্য পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এমন ঝুড়ি রাখার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবির প্রেক্ষিতে উপাচার্য তা দিবেন বলে আস্বস্থ করেছেন।

Bootstrap Image Preview