Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


অফিস জুড়ে দালালদের দৌরাত্ম্য এবং গ্রাহক ভোগান্তির অভিযোগের ভিত্তিতে কুমিল্লা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে গ্রেফতার করেছে (দুর্নিতী দমন কমিশন) দুদক।

রবিবার দুপুরে কুমিল্লা শহরতলীর নোয়াপাড়া অবস্থিত পাসপোর্ট অফিসে দুদক এ অভিযান চালায় বলে দুদকের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে আই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোঃমুনীর চৌধুরীর নির্দেশে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা ও সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর চারজন কর্মকর্তার সমন্বয়ে একটি চৌকস টিম আকস্মিক এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক মোঃ মাহতাব উদ্দিন।

আরো জানা গেছে, দুদক টিম কঠোর গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে এবং ছদ্মবেশে উক্ত কার্যালয়ে হানা দিয়ে একজন দালালকে হাতেনাতে গ্রেফতার করে। উক্ত দালালের কাছে রক্ষিত পাসপোর্ট অফিসের কাগজ পত্র উদ্ধার করা হয়। এছাড়া উক্ত দপ্তরের নানা অনিয়ম দূর করার জন্য দুদক টিম উপ-পরিচালককে কঠোর নির্দেশ প্রদান করেন।

এ সময় দুদকটিমের পক্ষ হতে যেকোন ধরণের দুর্নীতি ও দালালের উৎপাত সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।

এ অভিযান সম্পর্কে দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত রাখতে জনগণকে সাহসী ভূমিকা পালন করতে হবে। জনসাধারণের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে।‘

 

Bootstrap Image Preview