Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ইয়াবা বিক্রির সময় পুলিশের সোর্স আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:২২ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:২২ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরের পৌর এলাকার থেকে কথিত সোর্স হিসেবে পরিচিত জয়নাল আবেদীনকে (৩৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ পৌর এলাকার আশরাফ জাহানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪ নং পৈল ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র জয়নাল আবেদীন(৩৮) দীর্ঘদিন ধরে পুুুলিশে সোর্স হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে ফেরি করে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। 

গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী আশরাফ জাহানের সামনে  অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকাতে ইয়াবা ফেরি করে বিক্রয়ের সময় হাতেনাতে জয়নাল আবেদীনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ' ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিদর্শক সিদ্দিকুর রহমানের জানান, আটক মাদক ব্যবসায়ী জয়নাল হবিগঞ্জের জেলার সর্বত্র অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসায় করে আসছিল। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে হবিগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview