Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ. আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুনের পর সর্বস্ব লুট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকার ম্যাসিনা প্রদেশে মো. টিটু খান (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। তাকে খুন করে তার সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ও দক্ষিণ আফ্রিকা সময় সন্ধ্যা ৭টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. টিটু খান (৩৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাসমত খানের ছেলে। নিহত টিটু খানের মাগফিরাত নামে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই রঞ্জু খান জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রঞ্জু খান নিজে, টিটু খান ও তার অপর ভাই মিঞ্জু খান দক্ষিণ আফ্রিকায় বসবাস করে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। ঘটনার দিন দক্ষিণ আফ্রিকার ম্যাসিনা প্রদেশের মাসিছি শহরের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত ধারালো চাকু দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন লুটে নেয় লূটে নেয়।

আইনী প্রক্রিয়া শেষে নিহত টিটুর মরদেহ দেশে পাঠানো হবে বলে আফ্রিকায় থাকা তার অপর ভাই মিঞ্জু খান জানিয়েছেন।

Bootstrap Image Preview