Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বিপুল পরিমান অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কাইন্দারকুল গ্রামের কুখ্যাত ডাকাত সাইফুল ইসলামকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। একাধিক মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করায় এলাকার জনগনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গত ০৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ধর্ষ আসামি সাইফুল ইসলামকে গ্রেফতারের জন্য পুলিশ ইতোপূর্বে বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। গত ০৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর পূর্বেই সে বাড়ির পাশে ফরেরখিল বিলে ধান ক্ষেতের কাদা পানিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ উক্ত বিলটি ঘেরাও করে কাদা পানিতে নেমে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের সময় ডাকাত সাইফুল ইসলামের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় পিস্তল, তিনটি বন্দুক, তিনটি এলজি, দুইটি পাইপগান ও ২৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে খুনসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও নিশ্চিত করে পুলিশ।

Bootstrap Image Preview