Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে জাহেদার খুনিদের গ্রেফাতারের দাবিতে মানববন্ধন

নারী ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নোয়াখালীর সেনবাগে জাহেদা খাতুন মাম্মি (২০) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার ( ৬ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় সেনবাগ প্রেস ক্লাব চত্বরে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন মুক্তিযোদ্বা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, নিহতের পরিবারের লোকজনসহ তার স্বজনরা।

যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা বেলাল হোসেন ফতেহপুরীর পরিচালনায় জড়িত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক।

এসময় নিহত জাহেদার ৫ মাস বয়সের শিশু সন্তানকে নিয়ে এলে উপস্থিত সকলে হত্যাকারীদের ধিক্কার জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আফতাব উদ্দিন আহমেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আমান উল্যা, আওয়ামী লীগ নেতা হাজী এম দলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়াল এবং আওয়ামী লীগ নেতা গোলাম কবির।

Bootstrap Image Preview