Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, অক্টোবার ২০২০ | ৫ কার্তিক ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


‘গড়তে শিশুর ভবিষ্যত,স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (৭ অক্টোবর) সকালে জেলা শিশু একাডেমীর আয়োজনে এসিলাহা মিলনায়তনে শিশু সমাবেশ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আ. গনি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবিভাবক, সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview