Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে পৃথক অভিযানে ৬৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীতে র‌্যাব-গোয়েন্দা ও পুলিশের পৃথক অভিযানে ৬৫ হাজার ৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার (৭ অক্টোবর) সকালে নগরীর কোতোয়ালী ফিশারী ঘাট এবং স্টেশন রোডস্থ মার্টিন হোটেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, রবিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে কোতয়ালি থানাধীন হোটেল মার্টিন থেকে অভিনব কায়দায় বাঁশের ভিতর লুকানোবস্থায় ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতার করা হয়- ফয়সাল (৩৮), সোহেল (২৮) ও মানিককে (৩২)।

এ দিকে, একই দিন নগর গোয়েন্দা পুলিশ সকালে ফিরিঙ্গী বাজার ফিশারীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন এসি ডিবি মারুফ হাসান।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার মন্ডলপাড়া গ্রামের অজিদ দাশের ছেলে সুমন দাশ (৩০) ও ভোলা জেলার দৌলত খাঁ থানার চর খলিফা গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. মোরশেদ (২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview