Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ বুধবার দেশটির জনগণ তাদের নেতা নির্বাচন করবেন। এরইমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা যে, নির্বাচনে কোন দল বা প্রার্থী জয় লাভ করবে। অনেকের ধারণা নির্বাচনে ডান-পন্থিদের জয়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে সক্রিয় জরিপকারী সংস্থাগুলো বলছে কট্টর ডানপন্থী জেয়ার বলসোনারো এবং মধ্যবামপন্থী প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের ভাগ্য নির্ধারণ প্রথম দফা নির্বাচনে হবে না।

প্রেসিডেন্ট চূড়ান্ত করতে দ্বিতীয় দফা নির্বাচনের ওপর ভরসা করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের মতো কংগ্রেসের নির্বাচনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ; চলবে বিকেল ৫টা পর্যন্ত। ব্রাজিলে প্রায় ১৪ কোটি ৭০ লাখ ভোটার রয়েছে। কট্টর ডানপন্থি নেতা জেইর বলসোনারো সর্বশেষ জরিপে এগিয়ে রয়েছেন। বিশ্লেষকদের ধারণা, ৪০ শতাংশ পর্যন্ত ভোট পাবেন তিনি। 

এদিকে জরিপে ২৫ শতাংশ জনসমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফার্নান্দো হাদ্দাদ। তবে জনমত জরিপগুলোর আভাস, ১৩ প্রার্থীর কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। সেক্ষেত্রে দ্বিতীয় দফায় গড়াবে ভোট। তেমনটা হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর।

Bootstrap Image Preview