Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১১:০০ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১১:০০ AM

bdmorning Image Preview


সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল আজ দুপুরের প্রকাশ করা হবে।

এরই মধ্যে প্রাথমিকভাবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে বিদ্যালয়ের পৃথক দুটি তথ্য বিশেষজ্ঞ দল উত্তরপত্রগুলো পুন:পরীক্ষা করে দেখছেন। দুপুর ১২টার পর যে কোনো সময় ফলাফল প্রকাশিত হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

গত শুক্রবার ( অক্টোবর) সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে ১৯টি কেন্দ্রের ২৯টি ভেন্যুর ৮১৪টি কক্ষে আয়োজিত পরীক্ষায় প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার দিন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।

এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, গত বছরের চেয়ে বছর পরীক্ষার উত্তরপত্রের সংখ্যা কম হওয়া পরীক্ষার দিন (শুক্রবার) রাত ১২টার আগেই সব উত্তরপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছায় এবং ওএমআর মেশিনে কাজ দ্রুত শুরু হয়ে যায়। ফলে স্বাস্থ্য মহাপরিচালকের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

 

Bootstrap Image Preview