Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে অস্ত্রের চালানসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৫১ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৫১ AM

bdmorning Image Preview


রাজশাহী নগরীতে ৬টি বিদেশি পিস্তল ও ৭৫ রাউন্ড গুলিসহ ইমরান আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত ৯টার দিকে নগরীর সপুরা আহাম্মদ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ধোবড়া এলাকার আল-আমিনের ছেলে।

র‌্যাব-৫ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর আহম্মদ নগর এলাকার এক আত্মীয়ের ভাড়া বাসায় অবস্থান করছিলেন ইমরান আলী। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৬টি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ৭৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, ইমরান আর্ন্তজাতিক অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। শনিবার সে অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।

“পথে অস্ত্রগুলো নিয়ে রাজশাহীর সপুরা এলাকার তার এক আত্মীয়ের বাড়ি গার্ডেন ভিউতে ওঠে। সেখান থেকে রাতে তার ঢাকার উদেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।”

মেজর আশরাফুল আরও বলেন, রাজশাহীর উপর দিয়ে একটি অস্ত্রের চালান ঢাকায় যাবে এ ধরনের তথ্য র‌্যাবের কাছে আগে থেকেই ছিল। র‌্যাব এ চালান ধরতে অনুসন্ধানে নামে এবং এক পর্যায়ে ইমরানকে শনাক্ত করে র‌্যাবের গোয়েন্দা দল তার পিছু নেয়। রাত ৮টার দিকে ইমরান ওই বাড়িতে প্রবেশ করলে র‌্যাব বাড়িটি ঘরে ফেলে।

“পরে র‌্যার-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলমসহ র‌্যাবের কর্মকর্তারা গিয়ে ওই বাড়িতে তল্লাশি করে অস্ত্রসহ ইমরানকে গ্রেপ্তার করেন।”

তিনি আরও জানান, ভারত থেকে দু'টি হাত বদলের মাধ্যমে ইমরান অস্ত্রগুলো হাতে পায়। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্রগুলো ঢাকার সেলিম নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর দায়িত্ব ছিলো তার। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইমরানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাববাদ শেষে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

Bootstrap Image Preview