Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি উন্নয়নমেলায় নাইজেরিয়ানদের ব্যাপক অংশগ্রহণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১২ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview


নাইজেরিয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো ৪র্থ জাতীয় উন্নয়নমেলা-২০১৮। ৪ অক্টোবর দেশটির রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মেলাটির আয়োজন করা হয়।

স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মেলায় হলভর্তি দর্শকদের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

মেলায় আলোচনা পর্বে হাইকমিশনার মো: শামীম আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জনসমূহ তথ্য ও উপাত্তসহ তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতির পিতার ʿসোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জনের উপরে দুটো প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে অর্জিত নানাবিধ সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত হাইকমিশন কর্তৃক প্রকাশিত বহু রঙের একটি পুস্তিকা অতিথিদের মাঝে বিতরণ করা হয়।

অতিথিদের মধ্যে নাইজেরিয়ার ন্যাশনালকাউন্সিল ফর আর্ট এন্ড কালচার (এনসিএসি)-এর মহাপরিচালক ওতুনবা সেগুন রুন সেয়ে, ঢাকাস্থ ন্যাশানাল ডিফেন্সকলেজ (এনডিসি) কোর্সে অংশগ্রহণকারী কমোডর (অব.) মারকুস ওডে এবং প্রবাসী উচ্চ পদস্থ ইউএন কর্মকর্তা ড. আনিস রহমান সিদ্দিকীও বক্তব্য রাখেন।

মেলার ভেন্যুকে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সজ্জিত করা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদকালে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যসমূহকে উপজীব্য করে বিভিন্ন রকমের প্রচার সামগ্রী/পোস্টার দিয়ে সুসজ্জিত কক্ষে একই সাথে মুক্তিযুক্ত, ইতিহাস-ঐতিহ্য, পর্যটন সম্ভাবনাসহ নানাবিধ বিষয়ে প্রকাশনা ও প্রচার সামগ্রী স্থান পায়। রপ্তানিদ্রব্য ও নানাবিধ হস্তশিল্পের জন্য ছিল আলাদা স্টল।

ঐতিহাসিক অর্জন সমূহ এবং গুরুত্বপূর্ণ নানাবিধ ঘটনার সাথে সম্পৃক্ত আলোকচিত্র দিয়ে সাজানো হলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের শুরু থেকে বর্তমান পর্যন্ত সাফল্যের একটি বিস্তৃত চিত্র তুলে ধরে যা দেশি-বিদেশি অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও নাইজেরিয়া সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, ঢাকাস্থ ন্যাশানাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ অংশগ্রহণকারী উর্ধ্বতন নাইজেরিয়ার সামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের সদস্যসহ বিপুলসংখ্যক নাইজেরীয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চেম্বার সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাইজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মেলা শেষে সবাইকে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।

Bootstrap Image Preview