Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চোরাচালানকারীদের প্রতিরোধ করতে গিয়ে বিজিবি সদস্য গুলিবিদ্ধ

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:১৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভারত সীমান্ত সংলগ্ন জয়পুর এলাকায় চোরাকারবারিদের ছোড়া গুলিতে সাফায়েত হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার (৫ অক্টোবর) রাত দেড়টার দিকে সীমান্ত সংলগ্ন জয়পুর মাঠে টহল দেয়ার সময় এ ঘটনা ঘটে। আহত সাফায়েত হোসেন বিজিবি ৪৭-ব্যাটালিয়ানের অধীন জয়পুর ক্যাম্পের নায়েক সুবেদার।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার রাতে দেড়টার দিকে সীমান্ত সংলগ্ন জয়পুর মাঠের দিকে একদল চোরাকারবারি গোপনে তাদের কাজ চালাচ্ছিলো। একই সময় বিজিবি জয়পুর ক্যাম্পের সদস্যরা টহল দিতে গিয়ে ঐ স্থানে পৌঁছে। এ সময় চোরাচালানিদের প্রতিরোধ করার চেষ্টা করলে চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও পাল্টা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে।

এসময় বিজিবি সদস্য সাফায়েত হোসেনের পায়ে গুলি লাগে। তবে, চোরাচালানীদের হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি সদস্য সাফায়েত হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, এ ব্যাপারে বিজিবি মামলা করেছে। চোরাকারবারিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview