Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদিবাসী কোটা রাখার দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ 

শাহাবুদ্দীন ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


সকল সরকারি চাকরিতে পাঁচ শতাংশ আদিবাসী কোটা রাখাসহ পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী কোটা রক্ষা কমিটি।

আজ শনিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেন।

আদিবাসী কোটা রক্ষা কমিটির আহ্বায়ক রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী যে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন তা আমাদের সামগ্রিকভাবে পিছিয়ে দেবে। আমরা এ ধরনের বৈষম্য চাই না। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই । এ সময় তিনি আদিবাসীদের জন্য ৫শতাংশ কোটা রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

এর আগে সকাল ১০টায় ও দুপুর দুইটায় একই দাবিতে পৃথকভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ রাবি শাখা ও আদিবাসী ছাত্র পরিষদ। 
 
উল্লেখ্য, গত ০৩ অক্টোবর কোটা বাতিল, পর্যালোচনা ও সংস্কারের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা বাতিলের প্রস্তাব রেখে যে সুপারিশ করেছিল তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী সভায় সরকারি চাকুরি ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে চাকুরির কোটা বাতিল করার অনুমোদন দেন।

 

Bootstrap Image Preview