Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটার দাবি রাবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:১৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

শনিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ রাবি শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ প্রতিবন্ধী। সম্প্রতি প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা না রাখার যে ঘোষণা দিয়েছেন, তাতে আমাদের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীরা পিছেয়ে পড়বে। এই ১০ শতাংশ প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের সুষম উন্নয়ন কখনও সম্ভব হবে না।

বক্তারা আরও বলেন, অন্য দশটি সাধারণ মানুষের মতো আমাদের জীবন নয়। একটি চাকরির পর্যায়ে পৌঁছতে আমাদের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। কোটা আমাদের অধিকার। যেটা আমাদের ন্যায্য পাওনা সেটার জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নামা দুঃখজনক।

তারা বলেন- করুণা নয়, আমরা আমাদের অধিকার ফিরে চাই। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকুরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার প্রজ্ঞাপন জারির দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, নুরুজ্জামান সোহেল, সংগঠনের সদস্য মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়াও কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন রাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. গোলাম কিবরিয়া। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হুমায়ুন কবীর।

Bootstrap Image Preview