Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৫১ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৫১ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তৃতীয়বারের মতো বিজ্ঞান উৎসব শুরু হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সকালে সায়েন্স ক্লাবের উদ্যোগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

সংগঠনের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু। এ ছাড়াও ক্লাবের উপদেষ্টা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান উৎসবের নানা আয়োজনের মধ্যে রয়েছে অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট শো, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, রুবিকস কিউব প্রতিযোগিতা প্রভৃতি। উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে আছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ফোর ডি মুভি বাস ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর বাস।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় দুই দিনব্যাপী এ উৎসব আগামীকাল রবিবার শেষ হবে। এতে রাজশাহী অঞ্চলের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

Bootstrap Image Preview