Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে স্বেচ্ছায় রক্তদান সংগঠন 'বড়াল যুব সংঘ'র যাত্রা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছায় রক্তদান ও সমাজে অন্যান্য মানবিক আবেদনে সাড়া দিতে 'বড়াল যুব সংঘ' নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির যাত্রা আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এর আগে সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বনপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কালিকাপুর পাটোয়ারী এডুকেয়ার চত্বরে সংগঠনের সভাপতি মামুন মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের প্রাক্তণ প্রধান শিক্ষক গৌরপদ মন্ডল, বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরীফুন্নেছা শিরিণ, কাউন্সিলর বোরহানউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহিত কুমার সরকার, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও মোমিনুল হক, সংঘের সাংগঠনিক সম্পাদক শুকচাঁদ খলিফা প্রমুখ।

Bootstrap Image Preview