Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বরিশালে সাত লাখ পিস ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview


বরিশালে প্রায় সাত লাখ ইয়াবা ও অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটক কৃতদের মধ্যে একজন রোহিঙ্গা। 
শনিবার ভোর রাত ৩টার সময় পটুয়াখালী থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে দিকে পটুয়াখালী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালীর মো. ইউনুসের ছেলে মো. ইব্রাহিম (২৫) ও একই জেলার উখিয়া থানার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা আবুল হোসেনের ছেলে  মো. আলম (৩০)।
র‌্যাব অধিনায়ক সাংবাদিকদের বলেন, পটুয়াখালীর কলাপাড়া থানার শেখ কামাল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ এই দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, তারা মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে আলম একজন রোহিঙ্গা। আটকের পর তাদের কাছ থেকে ৬ লাখ ৭৭ হাজার ৫৬টি ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি গুলি, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও এক হাজার ৯৭৫ টাকা জব্দ করা হয়।”

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব অধিনায়ক আতিকা ইসলাম।
Bootstrap Image Preview