Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কল্যাণপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


রাজধানীর কল্যাণপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম ফারজানা ইতি (২৫)। এ ঘটনায় স্বামী সবুজকে আটক করে পুলিশে দিয়েছে গৃহবধূর পরিবারের সদস্যরা।

শনিবার (৬ অক্টোবার) ভোর ৫টার দিকে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ঝালকাঠি জেলার রাজাপুরের শাহজাহান হাওলাদারের মেয়ে। তিনি কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ফারজানা ঢাকার আরবান প্রাইমারি হেলথ কেয়ারে চাকরি করতেন। আর তার স্বামী শফিকুল ইসলাম সবুজ (২৬) আবুল খায়ের গ্রুপের বিক্রয়কর্মী চাকরি করেন।

নিহতের মামাতো ভাই ইকবাল হোসেন বলেন, ৪ বছর পূর্বে পারিবারিকভাবে সবুজ ইসলামের সঙ্গে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সবুজ তাকে চাপ দিতেন। এ জন্য তার বোনকে কয়েবার মারধরও করেছেন সবুজ।

তিনি অভিযোগ করে বলেন, আজ ভোরে সবুজ ফোন করে জানান ফারজানা অসুস্থ। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এরপর স্বামী সবুজকে জেরা করা হলে সে পলানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয় বলে জানান তিনি।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, নিহত গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় তার স্বামী সবুজকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান মিরপুর মডেল থানার ওসি।

Bootstrap Image Preview