Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলমডাঙ্গায় ফেসবুক আইডি হ্যাক করে টাকা নেওয়ার সময় দুই প্রতারক আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুক আইডি হ্যাক করে তা উদ্ধার করে দেওয়ার নাম করে ২৭ হাজার ৪শ টাকা হাতিয়ে নেওয়ার সময় ফজলে রাব্বি (২৪) ও পাপ্পু (২৫) নামে দু’ প্রতারক যুবকে হাতে নাতে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শহরের বিটিম মাঠের পাশ থেকে দুই প্রতারককে পুলিশ আটক করে। প্রতারণার শিকার আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার শমসের আলীর ছেলে মমিন ওই দুই প্রতারকের বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ দায়ের করেন।

আটক প্রতারক ফজলে রাব্বি আলমডাঙ্গার বাবুপাড়ার খন্দকার আকরামুল আলমের ছেলে ও অপর প্রতারক রাব্বির সহকারী পাপ্পু একই পাড়ার খোকনের ছেলে।

মমিন তার অভিযোগে বলেন, শহরের মদিনা গার্মেন্টসের স্বত্বাধিকারী মমিনের দোকানে পাপ্পু কর্মচারী হিসেবে চাকরি করতো। কিছুদিন আগে অনিয়ম দেখে পাপ্পুকে দোকান থেকে তাড়িয়ে দেন মমিন। এরপর পাপ্পু প্রতারক রাব্বির সঙ্গে যোগসাজস করে আমার নামে আরেকটি আইডি খোলে। সেখানে আমার সঙ্গে মেয়েদের ছবি আপলোড করতে থাকে। আমি পাপ্পুকে বললে সে ৪ হাজার টাকা দিলে ছবি সরিয়ে দিতে পারবে বলে জানায়। আমি তাকে ৪ হাজার টাকা দেই। এরপর আমার আইডিটাও তারা হ্যাক করে। আমি পাপ্পুর সঙ্গে যোগাযোগ করলে সে জানায় রাব্বি নামের একজন কম্পিউটার সম্পর্কে ভালো বোঝে সে উদ্ধার করে দিতে পারবে। আমি পাপ্পুকে সঙ্গে নিয়ে রাব্বির কাছে যায়। রাব্বি সব শুনে আইডি উদ্ধার করতে আমার কাছে ২৭ হাজার ৪শ টাকা দাবি করে এবং কে হ্যাক করেছে তার নাম জানতে আরো ৫০ হাজার টাকা দাবি করে।

এক পর্যায়ে আমি ২৭ হাজার ৪শ টাকায় আইডি উদ্ধার করতে রাজি হই। সে মোতাবেক শুক্রবার (৫ অক্টোবর) রাত ৯ টার সময় আমি (মমিন) বিটিম মাঠের পাশে ২৭ হাজার ৪শ টাকা নিয়ে যায়। কথা মত প্রতারক রাব্বি ও পাপ্পু টাকা নিতে ঘটনা স্থলে হাজির হয়। আমি তাদের হাতে টাকা তুলে দিই। তারা টাকা গুনে নেওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা থানার এএসআই হামিদ হাতে-নাতে দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসেন।    

Bootstrap Image Preview