Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

নারী ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১১:৪৬ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১১:৪৬ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় আফরিন আক্তার রানী (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তি।

শুক্রবার ( অক্টোবর) ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওইদিন দুপুরে হাউজিং এলাকার ওমর ফারুকের বাড়ির ২য় তলা থেকে আফরিন আক্তার রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে

নিহত আফরিন আক্তার রানী নাটোরের বাঘাদিপাড়া উপজেলার সরদীয়া এলাকার আব্দুর রহিমের মেয়ে

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন আল আবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুই বছর আগে আফরিন আক্তার রানীকে পরকীয়া সম্পর্ক থেকে বিয়ে করেন মেহেদী হাসান বিয়ের পর তারা ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার ওমর ফারুকের বাড়ির ২য় তলার ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল তাদের সংসারে পাঁচ মাসের একটি ছেলে সন্তান রয়েছে

বৃহস্পতিবার রাতে মোবাইলে চার্জ দেয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মেহেদী তার স্ত্রী রানীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন হত্যার পর মেহেদী সারারাত বাসায় ঘুমিয়ে ছিলেন

এরপর শুক্রবার দুপুরে পাঁচ মাসের শিশু সন্তানকে বাসায় রেখে ফতুল্লা থানায় আত্মসমর্পণ করেন তিনি

এসআই মামুন আল আবেদ আরও জানান, মেহেদী হাসানের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে এবং আফরিন আক্তার রানীরও স্বামী-সন্তান রয়েছে তারা উভয়ই আগের সংসার রেখে পরকীয়া সম্পর্ক বিয়ে করে আলাদা সংসার শুরু করে তাদের সংসার জীবনে আগের সংসার নিয়ে প্রায়ই ঝগড়া হতো বলে জানা গেছে।

Bootstrap Image Preview