Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যান্সারে আক্রান্ত জবি শিক্ষার্থী নিরব আর নেই

নিজাম উদ্দিন শামীম, জবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মুখলেসুর রহমান নীরব আর নেই। দীর্ঘ দুই বছর ক্যান্সারে আক্রান্ত থাকার পর সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ শুক্রবার (০৫ অক্টোবর) বেলা ১১টা ২২ মিনিটে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নীরবের বাবা জানান, বছর দুয়েক ধরেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন নীরব। এর মধ্যে প্রাথমিক অবস্থায় গত বছর ভারতে চিকিৎসা করানোর পর বেশ ভালো অবস্থাতেই ফিরেছিলেন তার চিরচেনা ক্যাম্পাসে। তবে মাস দুয়েক আগে আবার ধরা পড়ে ক্যান্সার এবং যা ক্যান্সারের শেষ ধাপ বলে চিহ্নিত করেন চিকিৎসকরা।

সম্প্রতি তার অবস্থা গুরুতর হলে জবি ক্যাম্পাসের কিছু তরুণের উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করে তাকে কিছুটা উন্নত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার মাত্র একদিনের মাথায় আজ বেলা ১১টা ২২ মিনিটে মৃত্যুবরণ করেন নীরব।

Bootstrap Image Preview