Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরের দুই গ্রুপের সংর্ঘষে ইউপি মেম্বার নিহত

মেহেদি হাসান, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview


মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের ভাদুরী গ্রামে দুই গ্রুপের সংর্ঘষে বাশগাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার খবির মৃধা নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় অর্ধ-শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আক্তার শিকদারের গত ইউপি নির্বাচন নিয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এরই সূত্র ধরে দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র ও অর্ধ-শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে দফায় দফায় সংর্ঘষ বাধে। এই ঘটনায় আক্তার শিকদার গ্রুপের বাশগাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার খবির মৃধা মারা যায়।

এছাড়াও তিতুমীর কলেজের ছাত্র মিরাজ ঘরামীর বাম পায়ের গোড়ালি ও ডান হাতের কব্জি কেটে ফেলা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, কালকিনি উপজেলার বাশঁগাড়ি ইউনিয়নে বিবাদমান সংঘর্ষের সময়ে ইউপি মেম্বার মধ্যচর গ্রামের বাসিন্দা খবির মৃধা মারা গেছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview