Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৩৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৩৪ PM

bdmorning Image Preview


চরভদ্রাসন প্রতিনিধিঃ

'অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্যেদিয়ে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে মিলিত হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন।

এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, চরভদ্রাসন ৩নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলি, চরভদ্রাসন থানা ইনচার্জ হারুনুর রশিদ প্রমুখ।

এ বারের মেলায় উপজেলায় সরকারি-বেরসকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতর মিলে মোট ৩৬টি স্টল সাজানো হয়েছে। মেলা ৬ অক্টোবর পর্যন্ত চলবে।

Bootstrap Image Preview