Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের ফের সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৫৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা চট্টগ্রাম কলেজ ছাত্রীগের বিবাদমান দুটি গ্রুপের বিরোধ মীমাংসা করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা চট্টগ্রাম থেকে ঘুরে যাওয়ার সাপ্তাহ পার হতে না হতেই আবারও দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই একে অপরের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে। এ ঘটনায় মো. রেজাউল (২৪) নামে পুলিশের এক সদস্যসহ আরো ৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালীন সময়ে চট্টগ্রাম কলেজের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য চকবাজার রোড়ে যানচলাচল বন্ধ ছিল।

ছাত্রলীগ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের সামনে মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর কলেজের বাংলা বিভাগের সামনে থেকে পদ পাওয়া নেতাকর্মীরাও মিছিল বের করেন। দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চট্টগ্রাম কলেজ দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের এক সদস্য সামান্য আহত হন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, গত মাসের ১৭ তারিখ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু ও ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। কমিটি গঠনের পর থেকেই দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। পরে গত মাসের ২৭ তারিখ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম এসে উভয় পক্ষকে বিরোধী মিটিয়ে ফেলার নির্দেশ দেয়।

Bootstrap Image Preview