Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাচঁলাইশ থানা হাজতে যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা পুলিশ হেফাজতে ছায়েব আলী প্রকাশ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সিএমপি'র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বায়েজিদ জোনের সিনিয়র সহকারী কমিশনার সোহেল রানা ও পাচঁলাইশ জোনের সিনিয়র সহকারী কমিশনার দেবদূত মজুমদার।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি'র উপ-কমিশনার (উত্তর জোন) বিজয় বসাক বলেন, ছায়েব আলী প্রকাশ সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় উত্তর জোনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, একই ঘটনা তদন্তে সিএমপির পক্ষ থেকে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি করা হচ্ছে। ওই কমিটিতে সিএমপির একজন উপ-কমিশনারকে প্রধান করা হচ্ছে। এতে সদস্য হিসেবে রাখা হচ্ছে নগর গোয়েন্দা শাখা ও নগর বিশেষ শাখা থেকে দুই জনকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে ছায়েব আলী প্রকাশ সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। ছায়েব আলী প্রকাশ সাইফুল ইসলাম ভোলা জেলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলী ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায় থাকতেন।

উপ-কমিশনার বিজয় বসাক জানান, গত মঙ্গলবার সকালে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। পুলিশ ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখে। সেখানে সে গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

Bootstrap Image Preview