Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় নানা আয়োজনে উন্নয়ন মেলা শুরু

আবু নাসের হুসাইন,সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৫:৩১ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৫০ PM

bdmorning Image Preview


উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। এই মেলা ঘিরে উপজেলা চত্বরে তৈরি করা হয়েছে একাধিক স্টল।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর শেরে বাংলা বাণিজ্য মেলায় সারাদেশে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলা চত্তর থেকে সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, মৎস্য অফিসার সৈকত মল্লিক, শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, শিক্ষক নেতা জাহিদুর রহমান প্রমুখ।

 

Bootstrap Image Preview