Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তানরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে তারা।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বিশ্ববিদ্যালয় শাখা এ আন্দোলনের নেতৃত্ব দেয়। এসময় রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটে জনদুর্ভোগের সৃস্টি হয়। তবে এসময় মানবিক দিক থেকে বেশ কিছু জরুরী পরিবহন যাতায়াতের ব্যবস্থা করে দেয় তারা। এসময় কোটা পুন:বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে উপজাতি ও ও প্রতিবন্ধিরাও আন্দোলনে নামে। উপজাতিরা ৫শতাংশ এবং মুক্তিযোদ্ধার সন্তানরা ৩০ শতাংশ কোটা পুন:বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

কোটা পুন;বহাল আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন আলো সাংবাদিকদের বলেন,‘অবিলম্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারী চাকুরিতে কোটা পুন:বহাল না করা হলে আন্দোলনে ক্যাপম্পাসসহ গোটাদেশ অচল করে দয়ো হবে। এসময় তিনি মন্ত্রিপরিষদ সচিবের অব্যহতি দাবি করেন।

আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ এসে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন‘ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে।’ এসময় তিনি জনদুর্ভোগ কমাতে আন্দোলন স্থগিত করার অনুরোধ করলে আন্দোলনকারীরা সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মোমবাতি প্রজ্জলনের কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেয়। 

Bootstrap Image Preview