Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটের শিক্ষার্থীদের আলোর মুখ দেখিয়েছে টি টি সি

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রটি (টি টি সি) এখন এই জেলার শিক্ষার্থীদের দেখাচ্ছে আলোর পথ। বর্তমান সরকারের উদ্যোগের ফলে ২০১২ সালে প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়ে তা ২০১৫ সালে  সম্পন্ন হয়।  একই বছর জুলাই মাস থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। এর ফলে জেলার বেকার তরুণ-তরুণী, প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণ কাজে নিয়োজিত ১০ জন দক্ষ  প্রশিক্ষক ও ১৬জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।    

প্রশিক্ষণ কেন্দ্রের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি  বর্তমানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্র, আর্কিটেকচারাল, অটোমোবাইল, গার্মেন্টসসহ ২২টি কোর্স  নিয়ে তাদের  প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

সদ্য কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে আসা শিক্ষার্থী আনোয়ার হোসেন বিডিমর্নিংকে জানান, আমি আগে কম্পিউটারের তেমন কিছুই জানতাম না, এখানে ভর্তি হয়ে আজ আমি কম্পিটারের শিখেছি। সেই সাথে আমি সরকারিভাবে একটি সনদপত্র ও পেয়েছি। যা আমার চাকরি জীবনে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।

গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ নিতে আসা একাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী বিডিমর্নিংকে জানান, আমি এই প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাড়াতে চাই, যেন সমাজে, বাবা-মা ও স্বামীর বোঝা না হই।   

তিনি আরো বলেন, আমরা এত সুন্দর ও নিরাপত্তার সহিত এই প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাড়াতে পারছি।

প্রশিক্ষণ নিতে আসা ইলেকট্রিক্যাল ট্রেডের শাহারুল ইসলাম, ইলেকট্রনিক্র, ট্রেডের নাজমুল হোসেন আর্কিটেকচারালের উজ্জল হোসেন ও অটোমোটিভ ট্রেডের বাছির উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থীরা বিডিমর্নিংকে জানান, আমরা এই ধরনের প্রশিক্ষণ আমাদের নিজেদের জেলায় নিতে বলে ঢাকা, বগুড়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে হচ্ছে না, এতে করে আমরা অর্থ ও সময় দু’দিকেই অনেক সুবিধা পাচ্ছি।

এ ব্যাপারে জয়পুরহাট সরকারি কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি)’র অধ্যক্ষ রাশেদুল ইসলাম বিডিমর্নিংকে জানান, বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক মন্ত্রনালয়ের অধিনে জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় জয়পুরহাটে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রটি বর্তমানে যুগোপযোগী যে সব ট্রেডে তরুণ-তরুণীদের যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তাতে বেকার সমস্যার সমাধানে ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা রাখি।   

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য  এ্যাড.সামছুল আলম দুদু ও  জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর নিরলস পরিশ্রমের ফলে  আজকে এ জেলার মানুষ এই ধরনের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারছেন বলেও স্বীকার করেন টিটিসি অধ্যক্ষ। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এখন পযর্ন্ত আমাদের এই  প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৫ হাজারের ও অধিক প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে তারা দেশে-বিদেশী বিভিন্ন কর্মস্থানে নিয়োজিত রয়েছে।

তিনি জানান, বর্তমানে আমাদের এই কেন্দ্রটিতে যতগুলো প্রশিক্ষক থাকার কথা তা পযাপ্ত না থাকায় আমাদের শিক্ষা দিতে একটু হিমসিম খেতে হচ্ছে। তিনি বলেন, আমাদের যদি আর কিছু প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর শূন্য পদগুলো পূরণ করা  হতো এবং সেই সাথে আরো কিছু ট্রেড যোগ করা হতো তাহলে বর্তমান সরকার দেশের যে, বেকার সমস্যা দূর করানোর উদ্যোগ নিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হতো  এবং কারিগরি শিক্ষার হার ও বৃদ্ধি পেতো।    

Bootstrap Image Preview