Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বর্ণ বৈষম্য নিরসনে নিরলস কাজ করে গেছেন গান্ধীজী'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেছেন, অহিংস নীতি'র প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধী বিপন্ন মানবতাকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন। পৃথিবীতে বর্ণ বৈষম্য নিরসনে নিরলস কাজ করে গেছেন গান্ধীজী। একজন তরুণ ব্যারিস্টার হয়েও পরবর্তীতে নিরন্ন-নিপীড়িত মানুষঅসহায় মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার (০২ অক্টোবর ২০১৮) মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন ও আন্তজার্তিক অহিংসা দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট প্রাঙ্গণে আয়োজিত সভার এসব কথা বলেন তিনি

এদিন সকালে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে গান্ধী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দের আসন গ্রহণ, উত্তরীয় পরিধান ও ব্যাগ প্রদান করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য দেন- গান্ধী আশ্রম ট্রাস্ট নোয়াখালীর পরিচালক ঝর্ণাধারা চৌধুরি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকার।

গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত ট্রাস্টি ও নোয়াখালী জেলার জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জী, নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফসোনাইমুড়ী উপজেলা অফিসার টিনা পাল, ভারতীয় ডেলিগেট জনাব চন্দন পাল, গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত ট্রাস্টি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক, সিভিল সোসাইটির পক্ষে আবদুল আউয়াল, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বেলা ১২টায় নোবিপ্রবি উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান অতিথীবৃন্দসহ ট্রাস্ট প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশের সবচেয়ে বড় গান্ধী ভাস্কর্যের শুভ উন্মোচন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে উপাচার্য নিজে, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন কর্তৃক গান্ধীজীর ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবি সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলামনোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব তন্ময় দাস, নোবিপ্রবি ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. আতিকুর রহমান ভূঞানোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর স্মৃতিতে 'কলকাতা-নোয়াখালী শান্তি-সম্প্রীতি-মৈত্রী যাত্রা' সংগঠনের ১৯ জনের একটি প্রতিনিধি দল ভারত থেকে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টে আসেন। মঙ্গলবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ ৬০ জনের একটি প্রতিনিধি দল ট্রাস্ট আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশ নেয়।

Bootstrap Image Preview