Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজেট প্রণয়নে তরুণদের অংশগ্রহণের প্রত্যয়ে বাজেট অলিম্পিয়াডের যাত্রা শুরু

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৪০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৪০ PM

bdmorning Image Preview


বাজেট প্রণয়নে তরুণদের অংশগ্রহণের প্রত্যয়ে 'বাজেট অলিম্পিয়াড-২০১৮' আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

আজ ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাজেট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন অলিম্পিয়াড আয়োজক কমিটির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ।

উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সম্পাদক এ আর আমান, জুরি প্যানেল সদস্য ও ঢাকা স্কুল অব ইকোনোমিকসের সহযোগী অধ্যাপক ড. একেএম নজরুল ইসলাম, একশানএইড বাংলাদেশের ম্যানেজার নুজহাত জাবিন এবং বাজেট অলিম্পিয়াডের সমন্বয়কারী নুরুল আলম মাসুদ।

গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে এই বছর দেশের চারটি অঞ্চলের প্রায় ৪৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০০ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। আগামী ৪ অক্টোবর-১৮ চট্টগ্রামে, ১২ অক্টোবর খুলনা, ২৭ অক্টোবর ঢাকা এবং ৫ নভেম্বর রাজশাহী আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। নভেম্বরের ২য় সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অলিম্পিয়াড গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে একজন ‘বাজেট অলিম্পিয়াড চ্যাম্পিয়ান’ ও দুইজন ‘বাজেট অলিম্পিয়াড রানার্সআপ’ নির্বাচিত হবেন। ‘বাজেট অলিম্পিয়াড চ্যাম্পিয়ান ১৫ হাজার টাকা এবং ও দুইজন ‘বাজেট রানার্সআপ প্রত্যককে ১০ হাজার টাকার ফেলোশিপ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেট বিষয়টিকে তরুণ প্রজন্মের মধ্যে আরো বেশি আলোচ্য-আগ্রহের বিষয় করে তোলা, দেশব্যাপী তরুণ বাজেট বিতার্কিক ও অ্যাডভোকেট গড়ে তোলা এবং তরুণদের নেতৃত্বে বাজেট বিকেন্দ্রীকরণ, বাজেটকে আরো স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাজেট বিষয়ে তরুণদের আরো সক্রিয় করে তুলতে হবে। এই আয়োজনের মধ্যদিয়ে তরুণরা বাজেট বিষয়ে দৃঢ়ভাবে বুঝতে এবং জাতীয় পরিকল্পনা প্রণয়ন, বাজেটের গণতন্ত্রায়ন ও জনঅংশগ্রহণ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবে।

Bootstrap Image Preview