Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লেবাননে ময়লার স্তূপে লাগেজে বাংলাদেশি নারীর ক্ষতবিক্ষত লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৬:২২ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৬:২২ PM

bdmorning Image Preview


লেবাননের রাজধানী বৈরুতের পাশে দিক্কুউনির একটি ময়লার স্তূপ থেকে বাংলাদেশি এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার শাহিনা বেগমের ক্ষতবিক্ষত লাশটি একটি লাগেজ থেকে উদ্ধার করা হয়।

নিহত শাহিনা বেগমের বাড়ি বগুড়ার লস্করপুর গ্রামে। তার বাবার নাম আমজাদ হোসেন। শাহিনা চার বছর ধরে লেবাননে আছেন।

জানা গেছে, পরিচ্ছন্ন কর্মীরা রবিবার ময়লার স্তূপে ড্রামের ভেতরে একটি বড় লাগেজ দেখতে পায়। লাগেজটির ওজন অস্বাভাবিক হলে তাদের মনে সন্দেহ হয়। এসময় তারা লাগেজটি খোলে একজন নারীর লাশ দেখতে পান। পরে তারা পুলিশে জানায়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- ওই নারীকে হত্যার পর লাগেজে করে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে।

নিহত শাহিনা বেগমের বোন বাংলাদেশে বসবাসরত শিউলী বেগম জানান, শাহিনা ও শিউলী একসঙ্গে লেবাননের বুরুজ হাম্মুদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। দুই মাস আগে শিউলী বাংলাদেশে ফিরে যায়। লাশের ছবি দেখে তার বোন শাহিনার লাশ বলে শনাক্ত করেন শিউলী বেগম।

তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে শাহিনা বেগম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না

Bootstrap Image Preview