Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুকুরের ঘাটলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


মীরসরাই প্রতিনিধিঃ

পুকুরের ঘাটলা ব্যবহার নিয়ে মীরসরাইয়ে দুই পক্ষের সশস্ত্র মারামারিতে পুরুষ-মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এক পক্ষের সদ্য নির্মাণ করা নতুন বসতঘর ভেঙে দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার ( ১ অক্টোবর ) বিকাল থেকে সৃষ্টি হওয়া এ ঘটনায় রাত পর্যন্ত হামলা পাল্টা হামলায় মঙ্গলবার (২ অক্টোবর) পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এ ঘটনা নিয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ এন্ট্রি হয়।

প্রত্যক্ষদর্শী, হতাহত ও জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে  জানা গেছে, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের আসলাম বলির বাড়িতে পুকুরের ঘাটলা নিয়ে উক্ত বিবাদ সৃষ্টি হয়।

সূত্র জানায়, কৃষক নুরুল ইসলাম এর বোন আঙ্কুরেরনেছা বাড়ির পেছনের পুকুর ঘাটলায় গোসল করতে গেলে সেখানে ঘাটলা ব্যবহার ও পুকুরের অংশ নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে মোমিন, হাসান ও কামরুল আঙ্কুরের নেছার উপর হামলা করতে গেলে দুপক্ষের সংঘাত বেধে যায়। উভয় পক্ষের লোকজন নিজ নিজ ঘর থেকে লাঠিসোটা, দা, ছুরি, কিরিছ, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়লে এসময় জখম হয় যথাক্রমে আঙ্কুরের নেছা ( ৫৫), বিবি খতিজা ( ৩৫), রাজু ( ৪০), কলেজ ছাত্র রেজাউল করিম নয়ন ( ২০), করিম ( ৩২), আমজাদ ( ৩২), শহীদ ( ২৫), রোজিনা ( ৩২), পারভিন ( ৪৫), মোমিন ( ৩২), গিয়াস উদ্দিন ( ৩২) হাসানসহ ( ৩০) ২০ জন।

এ সময় মারামারির এক পর্যায়ে হতাহতদের নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিল তখন একপক্ষ কৃষক নুরুল ইসলাম এর সদ্য নির্মাণ করা বেড়া ও টিনের কাঁচা নতুন ঘরটি দা ও কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙ দেয়।

আহতদের মধ্যে আঙ্কুরের নেছা ও বিবি খতিজাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের হাসানকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেঙ দেয়া ঘরের গৃহিনী ইয়াসমিন আক্তার (৪৫) বলেন, আমি ক্যান্সার রোগী, এই অসুস্থ শরীরে ভর করে ৭টি সংস্থা থেকে ঋণ নিয়ে এই ঘরটির কাজ কদিন আগে শেষ করেছি। আমার ঘরটা এভাবে ওরা টুকরো টুকরো করে কেটে ফেললো, এর বিচার চাই আমি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আবেদ আলী জানান, ইতিমধ্যে এসআই আলমগীরসহ একদল পুলিশ উক্ত ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এই বিষয়ে একটি অভিযোগ ও এন্ট্রি হয়েছে, সকল বিষয় তদন্ত শেষে আইনগত সকল ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব ও ইউপি সদস্য রফিক উদ্দিন জানায়, এমন ঘটনা অপ্রত্যাশিত। ই বিষয়ে সামাজিক সমাধানের উদ্যোগ নেয়া হবে, নচেৎ আইনি উদ্যোগ নেয়া হবে।

Bootstrap Image Preview