Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় মামলার স্বাক্ষী হওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৪:২৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview


বগুড়ায় মামলার স্বাক্ষী হওয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ অক্টোবর) ধুনট উপজেলার নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মৃত মোজাম্মেল আকন্দের পুত্র হাফিজুর আকন্দ (৫৫), তার ভাই আব্দুল মান্নান (৪৫), হাফিজুর রহমানের স্ত্রী রুপজান খাতুন (৪৫), মান্নানের স্ত্রী জহুরা খাতুন (৩৫) ও তার মেয়ে ডলি খাতুন (২০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী মধ্য পাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা খাতুন বেল্লাল হোসেন (বিলু) সরকারের ছেলে জুয়েলের বিরুদ্ধে ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়া আদালতে মামলা দায়ের করে।

 ওই মামলায় প্রতিবেশী রোজিনার মামা আব্দুল মান্নানকে স্বাক্ষী করেন।এতে জুয়েল রানা আব্দুল মান্নানকে তাকে স্বাক্ষ্য দিতে নিষেধ করে। কিন্তু আব্দুল মান্নান সত্যের পক্ষে স্বাক্ষী প্রদান করেন।

তারই জের ধরে ক্ষিপ্ত হয়ে বেল্লল হোসেন বিলু, তার ছেলে জুয়েল ও বিলুর ভাই চাঁন মিয়াসহ ১০/১৫ জন লোকজন মঙ্গলবার সকাল ৭টার সময় দেশীয় ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে।

এতে মান্নানের চিৎকারে বড় ভাই হাফিজুর ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে রক্ত ফোলা জখম করে আহত করে।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিএনজি যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মান্নান ও রুপজানের অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়

Bootstrap Image Preview