Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় প্রাণঘাতী গাছ অপসারনের দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:১০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview


শার্শার নাভারনে রাস্তার দু'পাশের শতবর্ষী রেইন্ট্রি গাছের পূরাতন জরাজীর্ণ ও প্রাণঘাতী গাছ অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন শার্শা উপজেলার নাভারনবাসী। প্রায় দু'শতাধিক বছরের পুরাতন জরাজীর্ন গাছের বৃহৎ শোর মারা ডাল ভেঙ্গে রাস্তায় পড়ায় দিন দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানা যায়।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলার নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।

জানা যায়, গত রবিবার রাতে শতবর্ষী রেইন্ট্রি গাছের একটি ডাল ভেঙ্গে পড়ায় মোটরসাইকেল চালক নুর হোসেন নিহত হয়েছেন।

মানববন্ধনে বক্তারা জানান, 'আমরা ইতিপূর্বে রাস্তার দু'পাশের শতবর্ষী রেইন্ট্রি গাছের পূরাতন জরাজীর্ণ ও প্রাণঘাতী গাছ অপসারনের দাবিতে মানববন্ধন করেছি এরপরও সংশ্লিষ্ট বিভাগের টনক নড়েনি। আমরা চাই দ্রুত এর সমাধান হোক।'

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নাভারন কলেজের অধ্যক্ষ এসএম ইব্রাহীম খলিল, ওহিদুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ নাভারন বনিক সমিতির সেক্রেটারি সালে আহমদ মিন্টু,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও আমিনূর রহমান।

Bootstrap Image Preview