Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনির আহেদ তামিমির হাতে জার্সি তুলে দিল রিয়াল মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিস্তিনি মানবাধিকার কর্মী এবং বীর কন্যা আহেদ তামিমিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে। কিন্তু এমন উদ্যোগে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে ক্লাবটিকে।

স্পেনের সর্বাধিক পঠিত ক্রীড়া দৈনিক মারকার খবরে বলা হয়েছে, ক্লাবের পক্ষ থেকে জার্সিটি তামিমিকে উপহার দেয়া হয়েছে। এর পর তিনি ছবি তুলতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

ক্লাবটির সাবেক আক্রমণ ভাগের খেলোয়াড় এমিলিও বুটরাগুনোও তামিমির সঙ্গে ছবি তুলেছেন। এমিলি বর্তমানে স্প্যানিশ ক্লাবটির প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিভাগের পরিচালক।

চলতি সপ্তাহে পরিবারের সঙ্গে স্পেন সফরে যান সতেরো বছর বয়সের ফিলিস্তিনি বীরাঙ্গনা আহেদ তামিমি। সেখানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।

কিন্তু তাকে আমন্ত্রণের ব্যাপারে নিজেদের ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি রিয়াল। এ বিষয়ে জানতে এএফপির তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

স্পেনে ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানিয়াল কুটনার টুইটারে লিখেছেন, আহেদ তামিমি শান্তির জন্য লড়াই করে না। বরং সহিংসতা ও সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করেন। যে প্রতিষ্ঠানটি তাকে আমন্ত্রণ জানিয়েছে, সেটি মূলত আগ্রাসনকেই উৎসাহিত করেছে, সংলাপ কিংবা আপসরফাকে নয়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবটির এ উদ্যোগ প্রশংসায় ভেসেছে। সাতার নামে একজন টুইটারে লিখেছেন, যদিও আমি বার্সেলোনার সমর্থক। তবে রিয়াল মাদ্রিদের আহেদ তামিমিকে আমন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানাই।

দখলদার দুই ইসরাইলি সেনাকে চড়-থাপ্পর ও লাথি মেরে আট মাস কারাবন্দি ছিলেন আহেদ তামিমি। এর পরই নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন এ তরুণী। গত জুলাইতে তাকে দখলদারদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

Bootstrap Image Preview