Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে ইলিশ রক্ষায় প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মা ইলিশ রক্ষা ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির এক প্রস্তুতিমূলক সভা সম্পূর্ন হয়েছে।

আজ রবিবার সকাল সাড়েঁ ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার। সভার সার্বিক পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার (ওসি) তদন্ত মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চরহরিরামপুর ইউপি' চেয়ারম্যান মোঃ আমির হোসেন খান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কে,এম, আনুয়ারুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের পরিবহন, ক্রয়-বিক্রয় ও আড়ঁৎদারদের উক্ত সময়ে ইলিশ মজুদ না করার উপর সবার সজাগ দৃষ্টিপাত রাখার বিষয়ে আলোকপাত করা হয়।

Bootstrap Image Preview