Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ডাকাত সরদারসহ ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫ PM

bdmorning Image Preview


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আনেয়া বাহিনীর প্রধান ডাকাতসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে মো. আনোয়ার নামে ডাকাত দলের প্রধান ও রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গম থ্রি-স্টার রাবার বাগানে এ ঘটনা ঘটে। তাদের মৃত্যুর খবরে স্থানীয়রা রাস্তায় নেমে এসে বাইশারী বাজারে আনন্দ মিছিল করেছে।নিহত ডাকাতদের বাড়ি কক্সবাজারের রামু ও মহেশখালী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, থ্রি স্টার রাবার বাগান এলাকা থেকে ৩ সশস্ত্র সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন-আনেয়া গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে আনেয়া, মো. হামিদ এবং বাপ্পী। এসময় ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, ১টি এলজি রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আনেয়া বাহিনীর অপহরণ, হত্যা এবং চাঁদাবাজিসহ নানা অত্যাচারে অতিষ্ট ছিলো নাইক্ষ্যংছড়ি এবং রামু উপজেলার বাসিন্দারা।

বান্দরবন জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, ঘটনাস্থল থেকে আনেয়া বাহিনীর প্রধান আনোয়ার ডাকাতসহ তার দুই সহযোগীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের দুটি অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, আনেয়া বাহিনীর হাতে বাইশারী, ঈদগড়, ঈদগাড়, জারুলিয়াছড়ি, গর্জনিয়াসহ আশপাশের এলাকার মানুষেরা এতোদিন জিম্মি ছিলো। এ অঞ্চলকে অপহরণ, হত্যা এবং ডাকাতির স্বর্গরাজ্য বানিয়েছিলো ডাকাতরা

Bootstrap Image Preview