Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহেশখালীতে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪ AM

bdmorning Image Preview


কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. করিম প্রকাশ ওরফে মাহাত করিম (৩৭) নামে এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে উপজেলার শাপলাডেবা পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আটটি বন্দুক ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে ইয়াবার ব্যবসায়ী মো. করিম প্রকাশ মাহাত করিমের নেতৃত্বে একদল ডাকাত সড়কে কয়েকটি গাড়ি ও পথচারীকে আটকে ডাকাতি করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ মাহাত করিমের অস্ত্রের কারখানায় অভিযান চালায়।এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে পাহাড়ে ভিতর মাহাত করিমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

সন্ত্রাসী ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধে ৫ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন— মহেশখালী থানার এস আই দীপক বিশ্বাস এএস আই সনজিব দাশ, কনেস্টবল মাহাতাব, জহির, রুবেল ও জনিদে।

নিহত করিম প্রকাশ ছোট মহেশখালীর দক্ষিণকূল এলাকার মৃত ইউছুপের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন সড়কে ডাকাতি, পাহাড়ে সরকারী গাছপাচার, পানের বরজে ডাকাতি ও বনভূমি দখল করে আসছিল। তিনি তালিকা ভূক্ত ডাকাত দলের সদস্য।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত ডাকাত ও অস্ত্রকারীগর, সন্ত্রসী, ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যহত থাকবে।

Bootstrap Image Preview