Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় উফশি আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৩ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় উফশি আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর এই উপজেলায় ১২ হাজার ৩৫ হেক্টর জমিতে উফশি আমন ধানের চাষ করা হয়েছে। আগের তুলনায় এবার ধানের ফলন বেশি হবে বলে আশা করছেন ধান চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৮টি ইউনিয়নে উফশি আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১১ হাজার ৬'শ হেক্টর। কিন্তু তা অতিক্রম করে ১২ হাজার ৩৫ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া ধানের অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের সার কীটনাশক ও অন্যান্য পরামর্শ প্রয়োগ করায় ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছুদিন পর থেকেই ধান কাটার কাজ শুরু হবে। চাষীরা যদি সময় মতো ধান কেটে ঘরে আনতে পারে তাহলে হেক্টর প্রতি গড়ে ৫ মেট্রিক টন ধান উৎপাদন হবে কৃষি অফিস জানিয়েছেন।

সোনাপুর ইউনিয়নের ধান চাষী সেমেল মাতুব্বার বলেন, এ বছরে মাঠে খুব ভাল ধান হয়েছে। সময় মতো ধান কেটে ঘরে আনতে পারলে, আগের কয়েক বছরের ঘাটতি পূরণ হবে বলে আমরা আশা করছি। এবার মাঠে ধানের অবস্থা দেখে আমরা আনন্দিত।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, আবহাওয়া কৃষকের অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের সঠিক উদ্যোগ গ্রহন করায় আগের বছরের চেয়ে এবার উফশি আমন ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

Bootstrap Image Preview