Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ১৮ টি দোকান ভস্মীভূত

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার মূল্যের বিভিন্ন প্রকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার ভোর রাতে বাউড়া বাজারে মসজিদের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুর ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে পুড়ে যাওয়া দোকন গুলোর মধ্যে আলতাব বা হামিদুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করার চেষ্টা করছি। তবে কাপড়ের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানে দামি পণ্য ছিল। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক অবস্থায় জানা গেছে।

পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা উত্তম কুমার নন্দী জানায়, বাউরা বাজারের বুলু, রঞ্জু, আলতাব, রুবেল, হামিদুল, সালাম, রাজু, সেলিম, তোহিদুল, আইনুল, রতন, আতিয়ার, হাফিজার, মিঠু, আব্দুস সামাদের দোকানসহ মোট ১৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার বিভিন্ন প্রকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজার পরিচালনা কমিটির সদস্যরা তাকে জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত এক কাপড় ব্যবসায়ী আলতার হোসেন বলেন, এ কাপড়ের দোকান দিয়ে আমার ৩ ছেলে মেয়ের লেখাপড়া চলে আমি আজ থেকে নিঃস্ব হলাম।

Bootstrap Image Preview