Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাছ লাগিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে অংশ নেয়া যাবে তারুণ্য ফোরামে

সঙ্গীতা ইসলাম
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৪ PM

bdmorning Image Preview


`তারুণ্য বিষয়ক পর্যবেক্ষণ ও উন্নয়ন ফোরাম (Youth Research and Development Forum-YRDDF)' একটি তারুণ্য নির্ভর সংগঠন, কাজ করছে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশে। প্রায় ৪৫টির অধিক বিশ্ববিদ্যালয়ের দেড়শতাধিক শিক্ষার্থী নিয়ে গত জুলাই মাসে যাত্রা শুরু করে সংগঠনটি। এরই মাঝে তারা `YRDF Climate Changers' নামে একটি মাসব্যাপী ইভেন্টের আয়োজন করে ফেলেছে । নিজেদের সদস্য ছাড়াও দেশের যেকোন নাগরিক এই ইভেন্টে অংশ নিতে পারবেন। অংশ নেবার জন্যে কেবল দুটি গাছ নিজে লাগাতে হবে। দুয়ের অধিক হলেও সমস্যা নেই। গাছ লাগাবার সময় বা পরে গাছের পাশেই তুলতে হবে ছবি এবং সবশেষে, হ্যাশট্যাগের মাধ্যমে আমাদের জীবনে গাছের গুরুত্ব কি তা সবাইকে জানিয়ে, ছবিসহ ফেসবুক পোস্ট করতে হবে ।

বিস্তারিত জানা যাবে এই লিংকে https://goo.gl/4jJViN১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ইভেন্ট শেষ হবে ১৫ই অক্টোবর, ২০১৮। বাংলাদেশ ছাড়াও ঘানা, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, নেপাল ও চায়নায় একইসাথে চলছে ইভেন্টটি। ইভেন্টটিতে অংশ নেয়া প্রত্যেককেই দেয়া হবে ১টি করে সনদপত্র। তবে বাছাইকৃত ৫ জন অংশগ্রহনকারী পাবেন ক্রেস্ট এবং ১০ জন `YRDF' টিমের সাথে ডিনার করার সুযোগ।

‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ মানুষের কত উপকারে আসে সে ব্যাপারে ব্যপক এবং অর্থবহ সামাজিক সচেতনতা তৈরীর উদ্দেশ্যেই এই উদ্যোগ’ বলছিলেন সাধারণ সম্পাদক সংগীতা। তিনি আরো বলেন, সফলভাবে এই ইভেন্টটি শেষ হলে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে `YRDF-Youth Research and Development Forum RoboLab' যা হবে দেশের শিশু-কিশোরদের আরো প্রযুক্তিমনস্ক করে তোলার একটি প্রয়াস। বর্তমান ও ভবিষ্যতের সকল উদ্যোগে সবাইকে অংশ নেবার আহ্বান জানান তিনি। আরও জানতে ভিজিট- www.yrdf.org

Bootstrap Image Preview